প্রিয় এলাকাবাসী
বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, নালিতাবাড়ী উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হতে যাচ্ছে।
তথ্যসংগ্রহকারীগণ আগামী ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ হতে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ শুরু করবেন। তথ্য সংগ্রহ চলবে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।
২০০৭ সালের ০১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ভোটার নিবন্ধনের জন্য তাদের তথ্য সংগ্রহ করা হবে।
ভোটার হওয়ার জন্য আবেদনকারীকে ফরমের সাথে জন্ম সনদ, শিক্ষা সনদ, পিতামাতার এনআইডি, প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডি, ব্লাড গ্রুফ রিপোর্ট এবং নাগরিকত্ব সনদের কপি সংযুক্ত করতে হবে।
হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকা হতে মৃত ভোটারের নাম কর্তন করা হবে।
ভোটার স্থানান্তর করার জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নতুন করে নিবন্ধন হওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, একাধিকবার বা একাধিক স্থানে ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ।
নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য তথ্যসংগ্রহকারীকে সঠিক তথ্য প্রদান করুন, হালনাগাদ কর্যক্রমে সহায়তা করুন।
প্রচারে--- উপজেলা নির্বাচন অফিসার, নালিতাবাড়ী, শেরপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস